সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন : চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ৫:৩৭ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতাঃ চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা বলে থাকেন ক্ষমতার মালিক তারা। এটি হতে পারেনা। সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামীন। চরমোনাই পীর আরো বলেন, এক শ্রেণীর মানুষ বলে বেড়ায় ক্ষমতায় না গেলে সমস্ত ইচ্ছাগুলো পূরন করা যায়না । এসব মনগড়া কথা সবকিছুর মালিক হলেন আল্লাহ।
গতকাল শুক্রবার রাতে বিশ্বনাথে উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়াজ মাহফিলে মাওলানা ফয়জুর রহমান বিশ্বনাথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই (রহ.) খলিফা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা আমীরউদ্দিন আশরাফী প্রমুখ।