ওসমানীনগরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রসহ আহত ২
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ৫:০৫ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে প্রাইভেট কারের ধাক্কায় প্রথম শ্রেণির একছাত্র ও রিকশা চালক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে বটরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রের নাম মাহদী আল হাসান (৬) ও রিকশাচালকের নাম বাবুল মিয়া (৪০)। মাহদী লালকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সিলেটগামী প্রাইভেটকার (সিলেট থ-১১-০১১০) মাহদীকে বহন করা রিকশাটিকে চাপা দেয়।
এসআই মুহিবুর রহমান জানিয়েছেন, রিকশা ও কারটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।