আজ ৭ ডিসেম্বর বালাগঞ্জ মুক্ত দিবস
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:০৬ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ আজ ৭ ডিসেম্বর বালাগঞ্জ মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর এলাকা বালাগঞ্জ মুক্ত হয় এই দিনে। এই দিনটি বালাগঞ্জবাসীর জন্য অবিস্মরনীয় এক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের মাধ্যমে হানাদার মুক্ত হয় বাংলাদেশ। বালাগঞ্জ সদর মুক্ত হয় ৭ ডিসেম্বর। এর আগে দিশেহারা পাকবাহিনীর পলায়নী স্রোত বইতে থাকে মহাসড়ক হয়ে সিলেট শহরের দিকে। তাদের ঠিক পেছনেই ছিল মুক্তি ও মিত্র বাহিনীর অকুতোভয় সৈনিকরা। ৭ ডিসেম্বর বালাগঞ্জের মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে ৪০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে থানা সদর ঘেরাও করা হয়। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারকে আত্মসমর্পণ করার জন্য বলা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তার পুলিশ সদস্যসহ আত্মসমর্পণ করেন। তারপর মুক্তিবাহিনীর বিভিন্ন কমান্ডার ও নেতৃবৃন্ধ এলাকার স্বাধীনতাবিরোধী ব্যাক্তি রাজাকারদের আত্মসমর্পণের কাজে নামেন। এভাবেই হানাদার মুক্ত হয় বালাগঞ্জ।