ওসমানীনগরের দুই প্রার্থীর সম্পদ : আয়হীন লুৎফুর,সম্পদশালী এনামুল
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০১৬, ৫:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করা ওসমানীনগরের দুই প্রার্থীর সম্পদের ব্যবধান অনেক।সম্পদের দিক দিয়ে জেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে ধনী চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ এনামুল হক সরদার। অপর প্রার্থী লুৎফুর রহমান আয়হীন।
হলফনামার তথ্য অনুযায়ী, অধ্যক্ষ এনামুল হক সরদারের নিজের এবং স্ত্রীর আয় মিলিয়ে বার্ষিক আয় ১৬ লক্ষাধিক টাকা। এ ছাড়া তার অস্থাবর সম্পদ যেমন আছে, তেমনি আছে প্রচুর ব্যাংক ঋণ। ৩টি ব্যাংকে তার ঋণের পরিমাণ প্রায় ৬৩ লক্ষ টাকা। নিজের এবং যৌথ নামে তার কৃষিজমিও রয়েছে কিছু।
তার শিক্ষাগত যোগ্যতা এমএ-পিএইচডি। নিজের নামে ১০ লাখ টাকা মূল্যের একটি জিপ ও স্ত্রীর নামে আছে সাড়ে ৪ লাখ টাকা দামের আরেকটি গাড়ি। তার নিজের নামে ব্যাংকে জমা আছে প্রায় ৮ লাখ টাকা আর স্ত্রীর নামে আছে প্রায় ১১ লাখ টাকা। দি ম্যান এন্ড কোম্পনীর শেয়ার আছে প্রায় ১৯ লাখ টাকার, সঞ্চয়পত্র আছে ৩ লাখ টাকার আর আলীকোতে বিনিয়োগ আছে প্রায় আড়াই লাখ টাকার।
সাবেক প্রশাসক এডভোকেট নিজের কোন আয় নেই। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ছেলেদের কাছ থেকে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা। তার ব্যাংকে জমা আছে প্রায় দেড় লাখ টাকা। এছাড়া স্ত্রীর স্বর্ণালংকার, ইলেক্ট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র আছে প্রায় ৫ লাখ টাকার। যৌথ নামে তার আছে ৮৬ শতক কৃষি ও ২৬ শতক অকৃষিজমি।