ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ৮:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে সাবেল মিয়া (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে । সে সাদিপুর ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র । খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়. গত রোববার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সাবেল মিয়া। রাতের কোন এক সময় বাড়ির পাশে একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভোর রাতে নিহতের বড় ভাই জুবেল মিয়া প্রাকৃতিক ডাকে বাহির হলে দেখতে পান গাছের মধ্যে সাবেলের ঝুলন্ত লাশ।
খবর পেয়ে ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ সোমবার সকালে থানা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।