ওসমানীনগরে আন্তঃজেলা চোরচক্রের সদস্যসহ গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ৬:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- নবীগঞ্জ থানার ভাটিশেরপুর গ্রামের জজ উল্লার পুত্র মুহিদ মিয়া (২৮), আজমীরিগঞ্জ থানার বড়হাটি শিবপাড়া গ্রামের শেকুল মিয়ার পুত্র রফিক মিয়া (২২) সিলেট ভার্থখলা হোটেল গ্রীনের কর্মচারী সুনামগঞ্জ সদরের হুসেনপুর গ্রামের মজু মিয়ার পুত্র রুহুল আমিন (২০)। তাদেরকে চোরাইকৃত মালামালসহ হোটেল থেকে গ্রেফতার করা হয়।
এদিকে মাদক বিক্রির অভিযোগে ওসমানীনগর উপজেলার মৃত অমৃত রবিদাশের পুত্র মন্তন রবিদাশ (২৩), শশারকান্দি গ্রামের পুতুল রবিদাশের পুত্র বাবুল রবিদাশ (১৯) ও গ্রামতলা গ্রামের মৃত দিগেন কুমার দাশের পুত্র চন্দন কুমার দাশকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।