জেলা পরিষদ নির্বাচন : সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়াই হবে চতুর্মূখী
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ৬:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে ৭,৮, ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তিন উপজেলা ওসমানীনগর বালাগঞ্জ ও বিশ্বনাথের সর্বত্র এখন তাদের নিয়ে চলছে হিসাব নিকাশ। যদিও শুধুমাত্র এলাকার জনপ্রতিনিধিরা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তারপরও থেমে নেই আলোচনা, চায়ের কাপে ঝড় তুলছেন এলাকার সব শ্রেণীপেশার মানুষ । তিন উপজেলায় চার প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ন হবেন। নানা দিক হিসাব করে দেখা যায় কারো একক আধিপত্য নেই ভোটের ময়দানে,লড়াই হবে চতুর্মূখী। অনেকেই মনে করেন রাজনৈতিক অবস্থান এই নির্বাচনে ফ্যাক্টর হিসাবে কাজ করবে। যদিও প্রার্থীরা তাদের নির্দলীয় বলে দাবী করছেন।
জানা যায়, ৭,৮,৯ নং ওয়ার্ডে ( ওসমানীনগর,বালাগঞ্জ, বিশ্বনাথ) সংরক্ষিত মহিলা আসনে ভোটের লড়াইয়ে আছেন। সুষমা সুলতানা রুহি, হাসিনা বেগম, রহিমা বেগম রব্বানী, ও গীতা রানী দাশ।
তাজপুর ডিগ্রি কলেজের ভূমিদাতা ও প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম আজহার আলীর মেয়ে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদের সহধর্মীনি সুষমা সুলতানা রুহী একজন নারী উদ্যেক্তা। শিক্ষানুরাগী পিতার কন্যা হিসাবে এলাকায় তার রয়েছে আলাদা পরিচিতি। নির্বাচনী মাঠে প্রথম থেকেই থাকায় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী । তবে তাকে নির্বাচনে জয়ী হতে লড়তে হবে অনেক কিছুর সাথেই। ওসমানীনগর থেকে অপর প্রার্থী তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানীর সহধর্মীনি সমাজসেবী রহিমা বেগম রব্বানী, শেষ মুহুর্তে মনোনয়নের জমা দিয়ে উঠে এসেছেন আলোচনায়। তার স্বামী ইমরান রব্বানী ওসমানীনগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও তাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। রাজনৈতিকভাবে ভোটাররা বিবেচনা করলে তিনি অন্যদের সাথে ভোটের মাঠে লড়াই করবেন। প্রতিথযশা সাংবাদিক প্রয়াত মহিউদ্দিন শীরুর সহধর্মীনি সাপ্তাহিক গ্রাম সুরমার সম্পাদক হাসিনা বেগম। বালাগঞ্জ থেকে একমাত্র প্রার্থী তিনি। জানা যায় বিভিন্ন শ্রেনী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুরোধে তিনি এ নির্বাচনে অংশগ্রহন করেছেন। সিলেট প্রেসক্লাবসহ একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত হাসিনা বেগম নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি নির্দলীয় প্রার্থী হিসাবে মাঠে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথ থেকে একমাত্র প্রার্থী গীতা রাণী দাশ। সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ উপজেলা বিআরডিবি পজিপ’র চেয়ারম্যান নারীনেত্রী গীতা রাণী দাশ দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করছেন। তিনি বিশ্বনাথ থেকে একমাত্র প্রার্থী হওয়ায় নির্বাচনে তিনিও রয়েছেন অন্যদের সাথে আলোচনায়।
রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিকতা যদি নির্বাচনে ফ্যাক্টর হয় তবে এই নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে যে চতুর্মূখী লড়াই হবে তা সহজেই অনুমেয়। আগামী ২৮ তারিখ এসবের চুড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেদিনের অপেক্ষায় তিন উপজেলার মানুষ।