আগামী ৯ ডিসেম্বর বিশ্বনাথে আসছেন চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ আগামী ৯ ডিসেম্বর বিশ্বনাথে আসছেন চরমোনাই পীর। বাংলাদেশ মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বাদ এশা বয়ান রাখবেন বলে আয়োজক কমিটি সুত্র জানায়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত হবে এই ওয়াজ মাহফিল ।
ওয়াজ মাহফিল সফল করতে গত কয়েক দিন ধরে প্রস্তুতি কমিটি দফায় দফায় সভা করে যাচ্ছে। বিশ্বনাথ উপজেলাসহ বিভিন্ন এলাকায় পোষ্টার, লিফলেট সাটানো হচ্ছে। ৯ ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি কমিটি সব আয়োজন সম্পন্ন করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে । আয়োজক কমিটি ওয়াজ মাহফিল সফল করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।