সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিলেন ওসমানীনগরের রহিমা রব্বানী
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ৪:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ( ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ ) থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে শেষ মুহুর্তে মনোনয়ন জমা দিলেন ওসমানীনগরের রহিমা বেগম রব্বানী। তিনি ৬ নং তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানীর সহধর্মিনী। রহিমা রব্বানী সুরমা নিউজ টুয়েন্টি ফোর.কমকে বলেন,এলাকার মানুষের ভালোবাসা নিয়ে সমাজসেবার লক্ষে আমি কাজ করতে চাই। এবং আমি খুবই আশাবাদী দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধি আমাকে সদস্য পদে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া প্রার্থী।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে শুধু ওসমানীনগর থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বাধিক ১৪ প্রার্থী গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে এডভোকেট লুতফুর রহমান ও ডঃ এনামুল হক সরদার, সদস্য পদে (৮ নং ওয়ার্ড) বিশিষ্ট লেখক কলামিষ্ট সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সায়্যিদ আহমেদ বহ্লুল, নুর উদ্দিন নুনু, আশিকুর রহমান, পঙ্কজ পুরকায়স্থ, এনামুল হক পীর, শিব্বির আহমেদ, এমদাদুর রহমান , নজরুল ইসলাম, খায়রুল আমিন সুমন সংরক্ষিত মহিলা সদস্য পদে (ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ) তৃনমূল নারী উদ্যেক্তা সুষমা সুলতানা রুহি ও রহিমা বেগম রব্বানী ।