জেলা পরিষদ নির্বাচন : ওসমানীনগর থেকে সর্বাধিক ১৩ প্রার্থীর মনোনয়ন জমা
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৮:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ওসমানীনগর থেকে চেয়ারম্যান ও সদস্য পদ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বাধিক ১৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন । তারা হলেন, চেয়ারম্যান পদে এডভোকেট লুতফুর রহমান ও ডঃ এনামুল হক সরদার, সদস্য পদে (৮ নং ওয়ার্ড) বিশিষ্ট লেখক কলামিষ্ট সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সায়্যিদ আহমেদ বহ্লুল, নুর উদ্দিন নুনু, আশিকুর রহমান, পঙ্কজ পুরকায়স্থ, এনামুল হক পীর,শিব্বির আহমেদ, এমদাদুর রহমান ,নজরুল ইসলাম, খায়রুল আমিন সুমন সংরক্ষিত মহিলা সদস্য পদে (ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ) তৃনমূল নারী উদ্যেক্তা সুষমা সুলতানা রুহি ।
জানা যায়, আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সদস্য এবং মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদে সবমিলিয়ে ১৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে সদস্য পদে ১১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট জেলা পরিষদের সদস্য পদে ১নং ওয়ার্ডে ১৩ জন, ২নং ওয়ার্ডে ৯ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ১০ জন, ৯নং ওয়ার্ডে ৯ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৮ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১২ জন, ১৪নং ওয়ার্ডে ৮ জন এবং ১৫নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট জেলা পরিষদ নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮ জন।
তন্মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৬ জন, ২নং ওয়ার্ডে ৭ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন এবং ৫নং ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।