বিশ্বনাথে ডাকাতি: ৩ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৮:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামে বুধবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। রশিদপুর বাজারের ব্যবসায়ী ও উত্তর ধর্মদা গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।
এসময় ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুটি পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটপাঠ করে নিয়ে গেছে। ডাকাতি হওয়ার সংবাদ শুনে বৃহস্পতিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ’সহ এলাকাবাসী ক্ষতিগ্রস্থের বাড়িতে ভিড় করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টায় ১০-১২ জনের মুখোশদারী একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা দুটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, আসবাবপত্র’সহ লুটপাঠ নিয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
‘ঘটনাটি ডাকাতি নয়, এটি সাজানো ঘটনা’ দাবি করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করে নি।