মনোনয়ন পত্র জমা দিলেন ওসমানীনগরের সুষমা সুলতানা রুহি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৬, ৭:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ) থেকে মনোনয়পত্র দিয়েছেন ওসমানীনগরের সুষমা সুলতানা রুহি। আজ বুধবার দুপুরে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি । মনোনয়নপত্র জমা শেষে সুষমা সুলতানা রুহি সবার কাছে দোয়া ও সহযোগীতা প্রার্থনা করেন।
সুষমা সুলতানা রুহী তাজপুর ডিগ্রি কলেজের ভূমিদাতা ও প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম আজহার আলীর মেয়ে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদের সহধর্মীনি ।
মনোনয়ন দেওয়ার সময় তাঁর সাথে ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, সাজলু লস্কর, গোয়ালাবাজার ইউনিয়েনের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ, জুবেল আহমদ,জেলা ছাত্রলীগ নেতা দিনার আহমদ, নিপ্পন সুত্র ধর, ফয়ছল আহমদ, তৃনমুল নারী উদ্যেক্তা সোসাইটি কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সহ সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক বিলকিস জাহান চৌধুরী, সহ সাধারন সম্পাদক লাভলী লস্কর, সিলেট ইউমেনস চেম্বার অব কর্মাসের এন্ড ইন্ডা: ডাইরেক্টর রাবেয়া আক্তার রিয়া, ফরিদা আক্তার চৌধুরী রাহেলা জেরিন জর্না প্রমূখ।