নগরীর কাজীটুলায় জাল টাকাসহ ৩ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৬, ১০:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া থেকে জাল নোট দিয়ে বাজার করে পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে তাদেরকে আটক করে টহলরত পুলিশ সদস্যদের হাতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন দক্ষিণ সুরমার উপজেলার জালালপুর এলাকার ফারুক মিয়ার ছেলে তাজিল মিয়া (৩২), ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকার গাবুরটিকি গ্রামের মৃত জহির উল্লাহ’র ছেলে গোলাপ মিয়া (৩১) ও একই এলাকার আলী হোসেনের ছেলে শাহীন আহমদ (২৫)।
পুলিশ জানিয়েছে- আটককৃতদের মধ্যে তাজিল ও গোলাপ বর্তমানে শাহপরাণ এলাকার লালখা টঙ্গির বাসিন্দা। আর শাহীন একই থানাধীন রুস্তমপুর ভোলাইমিল এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার এসআই আকবর বলেন- আটককৃত তিন যুবক একটি সিএনজি অটোরিকশাতে করে কাজীটুলাতে বাজার করতে আসে। তারা বাজারের একটি দোকান থেকে দেড়শ’ টাকার মাছ কেনে।
দোকানীকে জানায় তাদের হাতে এক হাজার টাকার নোট। দোকানীর কাছ থেকে সাড়ে ৮শ’ টাকা আগে নেয় তারা। ১ হাজার টাকার জাল নোট দিয়ে বলে- ‘মাছ আপনার কাছে থাকুক আমরা পরে নিবো।’
পরে দ্রুত সিএনজি অটোরিকশাতে ওঠে লোহারপাড়া গলি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। মাছ ব্যবসায়ী জাল নোট বুঝতে পেরে পিছন পিছন তাড়া করে এগিয়ে যান।
এদিকে লোহারপাড়া গলিতে সংস্কার কাজ চলায় তারা আবার অটোরিকশাটি ঘুরিয়ে কাজীটুলার দিকে ফিরে আসতে থাকে। এসময় কাজীটুলার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাদেরকে আটক করেন।
তাদের আটক করে নিয়ে আসা হয় স্থানীয় কাউন্সিলর দিলওয়ার হোসেইন সজিবের অফিসে নেওয়া হয়। পরে টহলরত পুলিশ সদস্যদের হাতে তাদেরকে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছে আরোও এক হাজার টাকার একটি জাল নোট পাওয়া যায়।