ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা শাহ আব্দুর রবের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ৩:২৮:০৭,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৬
সুরমা নিউজঃ ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য শাহ আব্দুর রবের পিতা শাহ খালিক মিয়া (৭০) আজ রাত ১২ টা ১৫ মিনিটে তার নিজ বাড়ী রবিদাস (সোনার পাড়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন দিন ধরে শ্বাসকষ্ট ও ডায়বেটিকস রোগে ভুগছিলেন।
মরহুমের নামাজের জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর রবিদাস (সোনারপাড়া) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহন ও দোয়া কামনা করা হয়েছে।
মরহুম খালিক মিয়া মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।