বিশ্বনাথের বাসিয়া নদী খনন-অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্বারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া নদী খনন ও নদীর দু-পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসক বরাবর উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ স্বারকলিপি প্রদান করেন। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নতুন বাজার বণিক সমিতির সভাপতি ও সম্পাদক সাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়।
বণিক সমিতির নেতৃবৃন্দ স্বারকলিপিতে উল্লেখ করেন, উপজেলার প্রাণ বিশ্বনাথ বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদী খননের অভাবে ও নদীর উত্তর এবং দক্ষিণ পাড় প্রভাবশালীরা অবৈধভাবে স্থাপনা তৈরি করায় নদী বিলিনের দিকে এগিয়ে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ প্রশাসন দক্ষ কর্মকান্ডে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্বনাথের প্রাণ বাসিয়া নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু বাসিয়া নদীর দক্ষিণ পাড়ে স্থায়ীভাবে অবৈধ অবস্থায় বড়বড় স্থাপনা গড়ে উঠেছে। আর নদীর উত্তর পাড়ে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কিন্তু দক্ষিণ পাড়ের রাঘব বোয়ালদের স্থায়ী স্থাপনা গুলো রেখে শুধুমাত্র উত্তরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে বলে লোকমূখে শুনা যাচ্ছে। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে,প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। বাসিয়ার উত্তরপাড়ে অবস্থিত বিশ্বনাথ নতুন বাজার। বিশ্বনাথ নতুন বাজারের সকল ব্যবসায়ীদের সংগঠন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি ও সকল ব্যবসীদের পক্ষ থেকে বাসিয়া নদীর আর.এস.এস.এ ম্যাপ অনুযায়ী নদীর মধ্যস্থান নির্ধারণ করে দুই পাশে সমানভাবে খনন এবং নদীর দু-পাড়ে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করে বাসিয়া নদী খনেনর জোর দাবি করে বণিক সমিতির নেতৃবৃন্দ।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, কমিশনার জয়নাল আবেদিন, সুন্দর আলী রুহুল, গিয়াস উদ্দিন প্রমুখ।