ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপে ভয়েস কল বন্ধ হবে না: তারানা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৭:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসের মাধ্যমে ভয়েস কলে সরকারের বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার (২৭ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাসসের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ ভিওআইপি বন্ধে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তবে যোগাযোগ অ্যাপসের মাধ্যমে ফ্রি কলিংয়ে বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা নেই।’ ভিওআইপির মাধ্যমে অবৈধ কল বন্ধে তাঁর মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের “জিরো টলারেন্স” অব্যাহত থাকবে।
কিছু গণমাধ্যমে বলা হয়েছে, ওটিটি অ্যাপস নিয়ন্ত্রণ করা হবে। এ ধরনের ধারণার বিষয় স্পষ্ট করতে তারানা হালিম এ কথা বলেন।
এর আগে শুক্রবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বলেন, তাঁরা ওটিটি (ওভার-দ্য-টপ) অথবা আন্তর্জাতিক বৈধ কল কমাতে অবদান রাখা ফ্রি কলিং অ্যাপস হিসেবে যোগাযোগ অ্যাপস ব্যবহারের গাইডলাইন তৈরি করবে। বিটিআরসির চেয়ারম্যানের বরাতে কয়েকটি গণমাধ্যম ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ পুনরায় বন্ধ হতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করে।
তবে এমন সম্ভবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।