ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় মহিলা গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৪:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মহিলা উপজেলার কলারাই গ্রামের রওশন মিয়ার স্ত্রী রোপিয়া বেগম (৩৫)।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর তার অবস্থা অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলারাই গ্রামের রওশন মিয়ার স্ত্রী রোপিয়া বেগম ও পার্শ্ববর্তী সাবুল মিয়ার পুত্র নুর ইসলাম (২২)’র সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর ইসলাম রোপিয়া বেগমকে ‘দা‘ দিয়ে মাতায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পরেন রোপিয়া বেগম। এ সময় হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা রোপিয়াকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার থাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।