গণহত্যার প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ১০:৪৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বচারে গণহত্যা, ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার গহরপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় মায়ানমারে নারী, শিশুসহ মুসলমানদের গণহত্যা বন্ধ, জাতিসংঘের অধীনে নির্যাতীতদের আশ্রয় প্রদান, মায়ানমারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও সামরিক হস্তক্ষেপের আহবান জানান। গহরপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মাও: নাইম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতী মাও: আনোয়ার হুসাইন, মাও: আতিকুর রহমান, মাও: আশিকুর রহমান, মুফতী ইশফাক আহমদ শাফে, মাও: হুসাইন আহমদ মিছবাহ, মাও: আব্দুল মুক্তাদির লায়েক, মাও: শাবুল্লাহ আল মামুন, মাও: শিহাব উদ্দিন ও ব্যবসায়ী আব্দুস সালাম প্রমুখ।