মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ৭:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসলিম জনতা । বিক্ষোভ শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মিয়ানমারে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা অথচ বিশ্ব বিবেক আজ নীরব। মিয়ানমারে সাধারণ নিরীহ, নিরস্ত্র মুসলমানদের ওপর বর্বরোচিত ভাবে হত্যা ও নির্যাতন চলছে। গ্রামের পর গ্রাম, মসজিদ-মাদ্রাসা, হাজার হাজার মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অসহায় মুসলিম নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। নারী- শিশু ও বৃদ্ধের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে। এ হত্যাকান্ডের বিরুদ্ধে মুসলিম বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। জুমার নামাজের পর উপজেলার গোয়ালাবাজারে ঢাকা- সিলেট মহাসড়কে মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
গোয়ালাবাজার বনিক সমিতির সভাপতি মহসিন রাজা চৌধুরী মিফতা’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ বশির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মাওলানা মুনতাসিম বিল্লা জালালী, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকী, রানু মিয়া, বাবলা মিয়া, ইয়াওর আলী, হেলাল মিয়া, আবুল কালাম প্রমুখ।