‘যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগ নেতা ছানু মিয়ার মৃত্যু রহস্যেঘেরা’
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ৫:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
যুক্তরাজ্যের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ছানুর মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি করছেন তার দীর্ঘদিনের স্বজন ও ঘনিষ্টজনরা।
এদিকে বৃহস্পতিবার সুনামগঞ্জের শ্রীরামসীতে নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
ছানু মিয়ার মৃত্যুতে শোকবিহব্বল তার স্বজন ও বন্ধুরা এ আকস্মিক মৃত্যু নিয়ে হিসেব মেলাতে পারছেন না। কোনভাবেই মেনে নিতে পারছেন না উচ্ছল-উদ্যমী এ মানুষটির আকস্মিক এই চলে যাওয়া। গত ক’দিন ধরে এ মানুষটির অকাল মৃত্যুতে শোকগাঁথা বইছে ফেসবুকের উঠোন জুড়ে। অনেকেই তার মৃত্যুও কারণ নিয়ে তদন্তের দাবি তুলেছেন। ছানু মিয়ার বাল্যবন্ধু, বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেতা স্বাধীন খছরু গতকাল বৃহস্পতিবার বিকেলে তার ফেসবুকের ওয়ালে প্রধানমন্ত্রী সমীপে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, সানু মিয়ার চলে যাওয়া স্বাভাবিক নয়, ৯৯ ভাগই রহস্যময়। সানু মিয়া ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আবার ঘুমোতে যাবার মানুষ না। ঐদিন সকালে বাসায় শুধু ড্রাইভার হাবিব ছিলেন,তাকে জেরা করলেই রহস্য উন্মোচন সম্ভব।
এদিকে বন্ধু অন্তপ্রান এ মানুষটির দেশে ব্যাক্তিগত বা ব্যাবসায়িক কোন বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।