ওসমানীনগরের গোয়ালাবাজার-সিকন্দরপুর, হামতনপুর রাস্তার বেহাল দশা: ৩ হাজার শিক্ষার্থীদের দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১১:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগররের গোয়ালাবাজার-সিকন্দরপুর, হামতনপুর রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটির পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না-হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা। প্রতিদিন অনেক কষ্টে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থীরা গোয়ালাবাজারসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করতে যায়।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখনই জরুরি ভিত্তিতে সংস্কার করা না-হলে আর কিছু দিন পরে রাস্তটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই সড়কটি সংস্কার করা স্থানীয় বাসিন্দারাসহ উপজেলা অধিকাংশ মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়- তেরহাতি থেকে সিকন্দরপুর এবং হামতনপুর পর্যন্ত রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে গাড়ি চলাচল করা অনেকটা কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গোয়ালাবাজার সিকান্দরপুর হামতনপুর রাস্তটির খানা-খন্দ, গর্ত, ভাঙ্গন এত বেশি পরিমাণ যে, যানচলাচল তো দূরের কথা হাঁটা-চলাচলও ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন এ রাস্তার চলাচলের একমাত্র মাধ্যম টমটম। যান চলাচল না-থাকায় টমটমও অনেক সময় পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান- এই সড়কটি কমপক্ষে ১০ বছর ধরে সংস্কার হয়নি। দীর্ঘদিন সংস্কার না-হওয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। ব্যস্ততম এই সড়কটি দিয়ে চলাচল করতে এলাকার মানুষের ভীষণ কষ্ট পোহাতে হচ্ছে। ফলে জরুরি ভিত্তিতে যাতে রাস্তাটি সংস্কার করা হয়, তার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
নোয়ারাই গ্রামের তাজিদ খান বলেন- গোয়ালাবাজার-সিকন্দরপুর এলাকার হামতনপুর গ্রাম পর্যন্ত সড়কটিতে বেহাল দশা দেখা দিয়েছে। খানা-খন্দসহ স্থানে স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তেরহাতি থেকে সিকন্দরপুর-হামতনপুর প্রায় ৭ কিলোমিটার রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
হামতনপুর গ্রামের অরবিন্দু বলেন- আমাদের এই রাস্তায় চলাচল করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তার জন্য অনেকবার সরকারের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব এ রাস্তা সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি জানান তিনি।
সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের শিবিল মিয়া বলেন- রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না-হওয়ায় এখন মরণফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটানা। বর্তমানে রাস্তাটির এমন করুণ দশা হয়েছে যে, এভাবে আরো কিছুদিন অতিবাহিত হলেও রাস্তাটির অস্তিত্বও আর খুঁজে পাওয়া যাবে না।
ইজিবাইক চালক শাহিন খাঁন দুঃখ প্রকাশ করে বলেন- আমরা চালকদের কষ্ট কেউ বুঝেনা, এই সড়কে সারাদিন গাড়ি চালিয়ে মালিক ভাড়া তুলতে হয়। কিন্তু সড়কটি খারাপ হওয়ায় এই ভাড়া তুলতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া রাস্তা খারাপ থাকায় ঘন ঘন গাড়ি নষ্ট হয়ে যায়।