বিশ্বনাথে বাসের ধাক্কায় এক মহিলা নিহত, আপোষে নিস্পত্তি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৬, ১২:২৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে চলন্ত বাসের ধাক্কায় রহিমা বেগম (৯৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের মস্তুরা সেন্টারের কাছে জননী মেডিকেল হলের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত মহিলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পশ্চিম পাত্রিকুল গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথের পূর্ব চানসিরকাপন গ্রামের জমসেদ আলীর কলোনীতে বসবাস করে আসছিলেন।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের সময় বিশ্বনাথ থেকে জগন্নাথপুরগামী একটি বাসের সাথে রহিমা বেগম ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রির্পোট করে। বিষয় বাস মালিক কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের মধ্যে তাৎক্ষণিকভাবে আপোষে মিমাংসা হয় এবং লাশ ময়না তদন্ত না করতে নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। ফলে লাশ ময়না তদন্ত না করেই পরিবারের জিম্মায় লাশটি দেওয়া হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই রাজিব বলেন, বিষয়টি আপোষে নিস্পত্তি হয়েছে। নিহতের ছেলে দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে আইনসম্মতভাবেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।