ওসমানীনগরে ছুরিকাঘাতে দুই ভাই আহত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১০:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার ছোট ভাই এরশাদুর রহমান আহত হয়েছেন। তারা উপজেলার গোয়ালাবাজারের মৃত রফিক মিয়ার ছেলে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে করনসীরোড এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, কিছুদিন পূর্বে আহত হাবিবুর রহমানের বাসার সড়কের পাশে বিশাল খাল খনন করে পাশ্ববর্তী জায়গার মালিকের কেয়ারটেকার কাওছার। খাল খননের কারণে সড়ক, কাটাতারের বেড়া এবং বিদ্যূতের খুটি ধ্বসে পড়ে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এবিষয়ে হাবিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগ করেন। শনিবার সকালে কাওছারের লোকজন ঐ জায়গা থেকে মাটি নিচ্ছিল। ঘুম থেকে উঠে হাবিবুর রহমান ও তার ভাই এরশাদ মাটি নিতে দেখে নিষেধ করলে কাওছার ও তার ছেলে আকবর সাথে থাকা চাকু দিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই ভাইকে গুরুতর আহত করে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি, এব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।