বাংলাদেশী স্টুডেন্টদের বৃত্তি ও কাজের সুযোগ দেওয়ার ঘোষনা ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৮:৩৯ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ওয়েলসে পড়তে আসা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও কাজের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করেছে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের সাথে পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় এই সুযোগ পাবে বাংলাদেশী শিক্ষার্থীরা। বাংলাদেশের যেসকল শিক্ষার্থী ব্রিটেনে পড়তে আসেন তাদের অধিকাংশই লন্ডনের উচ্চ টিউশন ফি’র কারণে বৃটেনের পড়তে আসার কথা ভাবতে পারেন না। তাছাড়া লন্ডনে পার্ট টাইম কাজ খুঁজতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা।
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হুসাইন বলেন, ”বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা ব্রিটেনে পড়তে আসলে অধীকাংশ শিক্ষার্থীরা লন্ডন বা ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তির হতে ইচ্ছে পোষণ করেন, কিন্ত তারা যদি ওয়েলসের বিশ্বিবিদ্যালয় পছন্দ করে তাহলে অপেক্ষাকৃত কম টিউশন ফি’তে ব্রিটেইনের ডিগ্রী অর্জন করতে পারবেন।সেই সাথে বিদেশে পড়তে এসে শিক্ষার্থীরা বাড়ি ও পার্ট টাইম চাকরি খুঁজতে গিয়ে নানা বিড়ম্বনার মুখমুখি হয়ে থাকেন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের শক্তিশালী বিজনেস নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা এধরণের প্রাথমিক অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হবে।”
ওয়েলস বাংলাদেশ চেম্বারের সেক্রেটারী মাহবুব নূর ম্যাবস বলেন, ”চেম্বারের যে সকল ব্যবসায়ী উদ্যোক্তারা রয়েছেন, তাদের সাথে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ইউকে, ইউরোপ ও দুবাইয়ের ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন যা পরবর্তীতে শিক্ষার্থীদের কাজের সুযোগ সৃষ্টি করবে।”
ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ওয়েলসে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বছরে ২ হাজার ৫ শ পাউন্ড করে তিন বছরে ৭ হাজার ৫ শ পাউন্ড স্কলারশিপ পাবার সুযোগ রয়েছে।স্নাতোকোত্তর পর্যায়ে ইন্টারন্যাশাল শিক্ষার্থীদের জন্যও এই বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির সুযোগ রয়েছে।
ওয়েলসের রাজধানী কার্ডিফের ইউনিভার্সিটি হলে অনুষ্ঠিত বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ওয়েলসে পড়তে আসা শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের ইন্টারন্যাশনাল রিক্রু্টমেন্ট এন্ড এ্যাডমিশন হেড ববি মেহতা ও ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ।