মান্না আইটি’র সনদ বিতরনে বক্তারা,তথ্যের আলো কেবল পারে আলোকিত সমাজ গড়তে
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৪:২১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ তথ্যের আলো পারে আলোকিত সমাজ গড়তে। কেননা সমাজের তথ্যহীনতাজনিত অন্ধকার দূরীভূত করণে তথ্যই সবচেয়ে শক্তিশালী । আর সেই তথ্যের মূল যোগানদাতা তথ্য প্রযুক্তি। কাজেই এখন সময় তথ্য প্রযুক্তির প্রতিযোগীতায় ঝাপিয়ে পড়ার। প্রযুক্তি শিক্ষা উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে, যা আমাদের ওসমানীনগরের তৃণমূল পৌছে দিচ্ছে ঐতিহ্যবাহী মান্না আইটি ইন্সটিটিউট। সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী প্রযুক্তি প্রতিষ্ঠান মান্না আইটি ইন্সটিটিউটের জানুয়ারী-জুন এবং এপ্রিল-জুন ২০১৬ সেশনের সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ১৭ নভেম্বর বিকেল ৩টায় তাজপুর কদমতলাস্থ তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মান্না আইটি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ইন্সটিটিউটের সাবেক স্টুডেন্ট লিয়াজু অফিসার রাকেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহ সভাপতি আ. ফ. ম আব্দুল কাইয়ুম, কে.জি.ডি. এস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপা দত্ত এবং শরীফ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইন্সটিটিউটের শিক্ষার্থী জিলাদ আহমদ।
উল্লেখ ২০০৬ইং সালে মান্না আইটি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়ে অত্যান্ত সুনামের সাথে এতদ অঞ্চলে বিভিন্ন প্রফেশনাল কোর্স পরিচালনা করে আসছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শত শত শিক্ষার্থী কর্মসংস্থান করে নিতে পেরেছে।
বিজ্ঞপ্তি।