বিশ্বনাথে জুয়েলারী দোকানে চুরি: ১২ লাখ টাকার মালামাল লুট, ধর্মঘটের ডাক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ৯:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে থানা কমপাউন্ডের প্র্রায় ১শত গজ দূরে জুয়েলারী দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের পুরান বাজারস্থ মন্নান মার্কেটে ‘শাহজালাল জুয়েলার্সে’ এ ঘটনা সংগঠিত হয়েছে। এসময় চুরের দল দোকানে থাকা মালামাল থাকার লকার (সিন্ধুক)’সহ ১৬ ভরি স্বর্ণ, ৬ কেজি রুপা, চায়না মাল ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। চুরির ঘটনায় উপজেলার পুরাণ বাজারের ব্যবসায়ীরা অর্ধ দিবস ধর্মঘট আহবান করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান মালিক দোকান ঘর বন্ধ করে নিজ বাসায় চলে যান। বুধবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙা। দোকানে প্রবেশ করে দেখেন স্বর্ণ রাখার লকার’সহ মালামাল নেই।
দোকান মালিক নারায়ন চক্রবর্তি বলেন, লকার’সহ দোকানে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চুরের দল।
পুরাণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া বলেন, দোকান চুরির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অর্ধ দিবস ধর্মঘট আহবান করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুন ইসলাম পিপিএম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।