বিএনপি অস্ট্রিয়ার উদ্যোগে ভিয়েনায় ৪১ তম ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ৮:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ আজ ১৩ ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার উদ্যোগে ভিয়েনার স্থানীয় বাংলাবাজার এর অডিটরিয়ামে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার সভাপতি নেয়ামুল বশিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হানিফ ভুইয়ার পরিচালনায় বিপুল সংখক নেতা কর্মী গন অালোচনায় অংশ নেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দেশ নায়ক তারেক রহমানের অাস্থাভাজন নেতা ফজলুর রহমান বকুল। টেলি কনফারেন্সের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার সাবেক জনপ্রিয় মেয়র ও সাবেক মন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক বানিজ্য উপদেস্টা এবং দলের ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং অস্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি জনাব হাসনাত কবির খান রিপন।
স্থানীয় নেতৃবৃন্দের মাঝে বিপ্লব ও সংহতি দিবসের উপর অালোচনায় অংশ নেন জিয়ার সৈনিক সাকিব শাকিল, মাহফুজুর রহমান তারেক, শফিকুর রহমান মানিক,ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্রদল সভাপতি ও বর্তমানে ভিয়েনাতে শওকত হোসেন সুমন, ছাত্রদল অস্ট্রিয়ার সাধারন সম্পাদক সামসুজ্জামান শাহীন, ছাত্রদলের সাবেক সভাপতি মাইদুল মিয়া মাহি, যুবদল এর সদস্য সচিব দুলাল ভূইয়া, যুবদল অাহবায়ক শাহীন ভূইয়া, দলের সহ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ সাধারন সম্পাদক আবুল কাশেম, সালমান কবির সোহাগ ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক ও দলের সহ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, সহ সভাপতি অাবু সাঈদ চৌধুরী লিটন, রেজাউর রহমান পলাশ, মাহবুুবুল ইসলাম ও সিনিয়র সহ সভাপতি অালম মোহাম্মদ এপেলো,দলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্ততা কালে জনাব সাদেক হোসেন খোকা বলেন ৭১ এ অামরা দেশের স্বাধীনতা এনেছিলাম গনতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য সেই বাক স্বাধীনতাই অার গনতন্ত্র বিহীন বাংলাদেশে অামরা বাস করছি। একদল যা করবে সেটাই অাজ অাইন অার সে ক্ষেত্রে আইন শৃংখলা বাহিনী তাদের দলীয় কর্মীর ভূমিকায় কাজ করছে। সভা সমাবেশ করার অধিকার প্রতিটি রাজনৈতিক দলের ন্যায্য অধিকার অার অাজ সেই অধিকার মারাত্বক ভাবে বিপর্যস্ত।জনাব বরকত উল্লাহ বুলু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ইচ্ছায় ক্ষমতায় বসেন নাই সিপাহি জনতার বিপ্লব ও দেশ প্রেম তাকে ক্ষমতায় বসিয়েছে। দেশের চরম ক্রান্তিলগ্নে শহীদ জিয়া এদেশের মহাবীর হিসাবে অাবির্ভূত হয়েছিলেন ৭১ সালে একবার তেমনি ৭৫ সালেও তাই তো জীবিত জিয়া থেকে মৃত জিয়া অনেক বেশী শক্তি শালি বলে সরকার তাকে ও তার দল কে ভয় পায় বলেই আজ জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এদেশের জনগনের মাথার উপরে। দেশের অাপামর জনগন অাজ বিএনপির সাথে থাকার পরও শুধুমাত্র দেশে গনতন্ত্র না থাকায় বি এন পি আজ ক্ষমতার বাইরে।দেশনেত্রী বেগম জিয়ার গতিশীল নেতৃত্বে আমরা একদিন কামিয়াব হব ইনশাল্লাহ।
অন্যান্য নেতৃবৃন্দ ৭৫ এর ২ রা নভেম্বর থেকে ৭ ই নভেম্বর এর সেনা বিদ্রোহ ও পাল্টা সিপাহি জনতার সম্মিলিত বিপ্লব এর উপর অালোচনায় অংশ নেন।প্রায় সোয়া দুই ঘন্টা ব্যাপী অালোচনা সভায় সবাই মনোযোগ সহকারে জাতীয় নেতা সহ দলীয় নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
সভাপতি নেয়ামুল বশির সবাই কে ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি