লন্ডনের স্কুলে বাঙ্গালী ছাত্রের মর্মান্তিক মৃত্যু : বাঙ্গালী পাড়ায় শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ৬:৪০ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ৫দিন হাসপাতালে থাকার পর পিতা-মাতা ও আত্মীয় স্বজন ও সহপাঠীদের শোকের সাগরে ভাসিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করেছে ইস্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত স্কুল ছাত্র নেছার আহমদ। তার মৃত্যুতে বাঙালী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে কমিউনিটিতে।
বিভিন্ন সূত্রে জানাগেছে ১৪ বছর বয়সী বো স্কুলের ছাত্র নাসের আহমদ গত ১০ নভেম্বর বৃহস্পতিবার যথারীতি স্কুলে গেলে অসুস্থ্য হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ইমার্জে সার্ভিসকে কল করলে প্যারামেডিক দল উপস্থিত হয় এবং পরবর্তীতে তাকে রয়েল লন্ডন হসপিটালে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা অবস্থায় ৫দিন পর মৃত্য বরণ করে।
এদিকে পরিবার দাবী করছে নিহত স্কুল ছাত্র ঐদিন সহপাঠি দুই ছাত্রের মারামারির সময় কাছে ছিল। নাসেরও অপরাধ করেছে এমন অভিযোগে তাকে স্কুলের বেসমেন্ট একাকি ডিটেনশনে রাখা হয়। পরবর্তীতে সে আসমা রোগে আক্রান্ত হয়। যদিও স্কুল কর্তৃপক্ষকে আসমা রোগের বিষয় জানানো ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় স্কুল থেকে ১১:৪০ মিনিটে কল আসে নাসেরের পিতার কাছে নাসেরকে ডিটেনশনে দেয়া হয়েছে। পরবর্তীতে জানানো হয় স্কুলের পরে আরো ৪৫ মিনিট ডিটেশনে রাখা হবে।
নাসেরের পরিবার বিশ্বাস করে সে ডিটেশন রুমে সে অসুস্থ্য হয়ে পড়ে, সে ভয়ে আতংকিত হয়ে পড়ে, তারপর আসমা বা হাঁপানি রোগে আক্রান্ত। বেলা ২:৪০ মিনিটের সময় নাসেরের পিতা মি: জামানকে স্কুলের রিসিপশন থেকে ফোনে নাসের অসুস্থ্যতার কথা জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে থাকার পর সোমবার মৃত্যুর বরণ করে নাসের।
এদিকে স্কুল কর্তৃপক্ষ নাসেরকে একাকি রুমে ডিটেনশনে রাখার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, নাসের অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত ডাক্তার কল করা হয় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়।