গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান মানিকসহ দুই সদস্য সাময়িক বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ১:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের ২০০৯ এর দ্বারা ৩৪(১) মোতাবেক তাদেরকে সাময়িকভাবে বরখাস্থ করা হয়।
জানা যায়, উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, একই ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য জিলু মিয়া ও ২ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ এ বিরুদ্ধে ওসমানীনগর থানায় জি আর মামলা ২২৫/১৪ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত ও তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন হওয়ায় ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপস্থী মর্মে স্থানীয় সরকার সাময়িকভাবে বরখাস্থ করেন।
৯ নভেম্বর পৃথক আদেশে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত স্মারক
নং ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬(অংশ ২)৯৬০ ৫নং গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান ইতাউর রহমান মানিক, ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬(অংশ ২)৯৬২ নং স্মারকে একই ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য জিলু মিয়া ও , ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬(অংশ ২)৯৬১ নং স্মারকে ও ২ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।