ইতালীতে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতার অবসান হচ্ছে !
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দীর্ঘদিন থেকেই ইতালীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তাদের পরিবারকে সেখানে নিয়ে যেতে নানা ধরণের জটিলতার মুখোমুখি হচ্ছেন। এই ভোগান্তি থেকে মুক্তির একটি ইঙ্গিত মিললো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমের কাছ থেকে। শাহরিয়ার আলম তার ফেসবুক পেজের মাধ্যমে জানান, ইতালির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন খাতে ইতালীর বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ইতালীর প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখানোর প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকেও সব ধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতালী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন জটিলতার মুখোমুখি হওয়ার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। আলোচনার ফলাফল হিসেবে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন-
‘এখনও ইতালীতে থাকা বাংলাদেশীদের পরিবার নিয়ে যেতে যে সমস্যা রয়েছে, তা সুরাহারও নিশ্চয়তা পাওয়া গেছে। অনান্য অনেক বিষয় নিয়েও দীর্ঘ খোলামেলা আলোচনা হয়েছে।’