বালাগঞ্জে এমপি এহিয়া: প্রতিটি মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসা উচিত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১১:০০ অপরাহ্ণ
শীত বস্ত্র বিতরণ অনুষ্টান
শামীম আহমদ, বালাগঞ্জ:
বালাগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বোয়ালজুড় বাজার শাখার উদ্যোগে ও ব্যাংক শাখার ব্যবস্থাপনা পরিচালক মুজ্জাকির আহমদ নোমানের সার্বিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিটি মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসা উচিত। এরই প্রেক্ষিতে ডাচ বাংলা ব্যাংক শীতার্ত, পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করে আবারও প্রমান করলো মানুষ মানুষের জন্য। রেললাইনের বস্তিতে, বাস স্ট্যান্ডের ওপাশে, গাছতলায় কিংবা ব্রিজের রেলিংয়ে লুঙ্গি অথবা গামছা দিয়ে শরিরটা মুড়িয়ে শুয়ে আছে কত ছিন্নমূল মানুষ আর পথ শিশু। একটি উষ্ণ কাপড়ের অভাবে শীতের সাথে আলিঙ্গন করে রাত্রিযাপন করছে। অথচ, আমি-আমরা আর আপনারা যারা আছেন বিত্তবানরা তারা হয়তো গেলো বছরের শীত সিজনের পোশাকটা থাকা সত্তেও আরেকটা কেনার ইচ্ছে করছেন। কেউ আবার হাজার খানেক টাকা দিয়ে কিনেও নিয়েছেন। সেই পুরনো শীতের কাপড়টা দিয়ে আপনি পারেন অসহায়-দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষগুলোকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে। শুধু ইসলামই নয়, প্রতিটি ধর্মে মানবসেবার গুরুত্ব রয়েছে। ইসলাম ধর্ম তাঁর অনুসারীদের জন্য একে একটি ইবাদত হিসেবে গণ্য করে। শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন ও রুহুল আমীনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ডাচ্ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আবু সায়েম, এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম, রিজিওনাল এজেন্ট ম্যানেজার আলমগীর হোসেন, অগ্রণী ব্যাংক বোয়ালজুড় বাজার শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, এমএ মতিন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক ছাব্বির আহমদ জায়গীরদার, তুহিন মনসুর, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সদস্য এমএ মালেক, সিরাজুল ইসলাম, রফিক আহমদ, সাবেক সদস্য আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা আজিজুল হক লকুছ, সেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমদ, উপজেলা জাপার আহবায়ক মুক্তার মিয়া, প্রবীন মুরব্বী আব্দুল মতিন, সাংবাদিক শামীম আহমদ, এম আর চৌধুরী, আব্দুস শহিদ, আব্দুল হাদি, জেলা ছাত্রলীগ নেতা আবরার আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ সাজন, ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বোয়ালজুড় বাজার শাখার কলসুমা বেগম ঝর্না, গোফরান আহমদ জায়গীরদার মাছুম, জামান আহমদ, জাহাঙ্গীর আলম, শীত বস্ত্র বিতরণ অনুষ্টানের সার্বিক সহযোগী সমাজ সেবক আব্দুল আজিজ লিলু, ময়নুল ইসলাম জানুর, গিয়াস উদ্দিন লিলু, আতাউর রহমান ও আশক আলী প্রমুখ।