বালাগঞ্জের মোরার বাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১০:৫৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের মোরার বাজারে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনার দু’দিন পর অর্থাৎ ১০ নভেম্বর উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের কামাল আহমদের পক্ষে তার ভাই সালেহ আহমদ কয়েছ বাদী হয়ে তাদের প্রতিপক্ষ তিন সহোদর সহ ৬ জনকে আসামী করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩। অপরদিকে, একই গ্রামের সামছুদ্দিনের পক্ষে তার ভাই জাহির উদ্দিন বাদী হয়ে তাদের প্রতিপক্ষ তিন সহোদর সহ ৬ জনকে আসামী করে একই তারিখ ও সময়ে বালাগঞ্জ থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪। তবে-দায়েরকৃত দুই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার খাপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র কামাল আহমদ বেশ কিছু দিন পুর্বে মোরার বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিন শেডের তৈরী তিনটি দোকান ঘর রাতে আধারে জোরপূর্বক ভেঙ্গে পাকাঘর নির্মান করেন। এই অভিযোগে একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র সামছুদ্দিন বাদী হয়ে কামাল আহমদ সহ তার পক্ষের কয়েকজনকে আসামী করে চলতি বছরের ২২ মার্চ সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৯। এই মামলার দায়িত্বপ্রাপ্ত দতন্ত কর্মকর্তরা ৮ নভেম্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের বক্তব্য গ্রহণ করেন। এসময় কামাল আহমদ ও সামছুদ্দিনের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পরক্ষনেই তর্ক-বিতর্কের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের ৩জন আহত হন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সংঘর্ষের ১দিন পর উভয় পক্ষ বালাগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। বালাগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।