বিশ্বনাথে পিতার মামলায় পুত্রের জেল
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১০:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে সত্তোরোর্ধ্ব নিখোঁজ পিতার সন্ধানে থানায় জিডি করতে এসে উল্টো পিতার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ২০ দিন ধরে জেল কাটছেন দিনমজুর মর্তুজ আলী। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের আরশ আলীর পুত্র।
জানা গেছে, গত ২৪ অক্টোবর ৭ঘটিকার বাড়ি থেকে বের হন দিনমজুর মর্তুজ আলীর পিতা আরশ আলী (৭০)। রাত পেরিয়ে গেলেও আরশ আলী বাড়িতে ফিরে না আসায়, পরদিন (২৫ অক্টোবর) দিনমজুর মর্তুজ আলী পিতার সন্ধানের জন্য থানায় জিডি দায়ের করার আবেদন করেন। থানা পুলিশ মর্তুজ আলীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত করলেও তা জিডি করেনি। তদন্ত শেষে দিনমজুর মর্তুজা আলীকে সাথে করে থানায় নিয়ে এসে ‘পিতাকে (আরশ) মারধর করার অভিযোগে’ পিতা আরশ আলীর দায়ের করা মামলায় (মামলা নং ১৮, তাং ২৫/১০/১৬ইং) তাঁকে (মর্তুজ আলীকে) গ্রেপ্তার দেখায় বিশ্বনাথ থানা পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, পিতার অভিযোগের সত্যতা পাওয়ায় আরশ আলীকে গ্রেপ্তার করা হয়।