ব্রিটেনে ১৪ মাস বয়সী সন্তান হত্যার দায়ে মা জেসমিনের তিন বছরের জেল
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ৭:৪৫ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের অক্সফোর্ডে ১৪ মাস বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগে তার মাকে ৩ বছরের জেল দন্ড দিয়েছে আদালত। আদালত সূত্রে জানাগেছে ২০১৪ সালের আগস্ট মাসে নিহত কন্যার শিশুর মা ‘জেসমিন গ্রেগরি’ মাতাল অবস্থায় ১৪ মাস বয়সী শিশু গোসল করাতে গিয়ে তাকে বাথের মধ্যে ১০ মিনিট একাকি রেখে আসলে শিশুটি পানিতে পড়ে মারা যায়। আদালত জেসমিনকে দোষী সাব্যস্থ করে ৩ বছরের জেলদন্ড দেয় আদারত। অক্সফোর্ড ক্রাউন কোর্টে ২৪ বছর বয়সী জেসমিন বলেন, শিশুকে গোসল করানোর সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। বিচারক ইয়ান প্রিঙ্গল এই ঘটনা খুবই মর্মান্তি ঘটনা উল্লেখ করে বলেন, এটি একটি চরম ভূল এবং নৃশংস।
এদিকে নিহত মেয়ের বাবা বিবৃতিতে বলেছেন, প্রতিদিনই তার মেয়ে রবিসকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এদিকে বুধবার ৪ঘন্টার শুনানী শেষে জেসমিনকে দোষী সাব্যস্ত করা হয়।