জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ওসমানীনগরের কৃতি সন্তান লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান জেলা পরিষদ প্রশাসক ওসমানীনগরের কৃতি সন্তান এড. লুৎফুর রহমান প্রার্থী হবেন ।
তবে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে হলে প্রশাসক পদ থেকে পদত্যাগ করতে হবে তাঁকে। নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করলেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন তিনি।
এড. লুৎফুর রহমান জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব আমি । আর নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সকল নির্দেশনা মেনেই প্রার্থী হব। সরকার থেকে ঘোষণা আসলেই প্রশাসকের পদ থেকে পদত্যাগ করব।’সারাদেশের জেলা পরিষদগুলোর চেয়ারম্যান ও সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ডিসেম্বর। দেশের তৃণমূলের জনপ্রতিনিধিদের ভোটে তারা নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান।
এর আগে গত ২৩ জুলাই সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান।
এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
প্রসঙ্গত, সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের মরহুম সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।