ওসমানীনগরে কৃষকের পেতে রাখা ফাঁদে মেছো বাঘ আটক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে কৃষকের পেতে রাখা ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়েছে।
বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির কালাসারা এলাকায় কৃষক সাইস্তা মিয়া ফাঁদটি পেতেছিলেন।
শাইস্তা মিয়া জানান, প্রতি রাতে তার হাঁসের খামার কোন জন্তু ঢুকে হাঁস খেয়ে যেত। গত কয়েক দিনে তার খামার থেকে শতাধিক হাঁস কমে যায়। বুধবার রাতে লোহার খাঁচার একটি ফাঁদ পাতলে তাতে আটকা পড়ে মেছো বাঘটি।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বর্ষিজোড়া ইকোপার্কের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাঘটি নিয়ে যান।