ব্রিটেনসেরা গ্রাফিক্স ডিজাইনার সিলেটের মেয়ে আয়েশা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৩৭ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনসেরা ডিজাইনার সিলেটের মেয়ে আয়েশা । গত বছর গ্রাফিক্স ডিজাইনিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডনে অনুষ্টিত ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু এওয়ার্ড জিতেছিলেন সিলেটি বংশোদ্ভূত তরুণী আয়েশা ইসলাম। আয়েশাদের আদিনিবাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াইয়ে। আয়েশা যুক্তরাজ্যের এডিনবরা কলেজের শিক্ষার্থী। মর্যাদাপুর্ন এই প্রতিযোগীতার ব্রেক থ্রু ক্যাটাগরীতে সারা ব্রিটেন থেকে চুড়ান্ত মনোনয়ন পান বার্কিংহামশায়ার ইউনিভার্সিটির দুটি দল । একই ক্যাটাগরিতে এডিনবরা কলেজ থেকে এককভাবে আয়েশা ইসলাম প্রতিদ্বন্ধিতা করেন। আর চুড়ান্ত রায়ে সব প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়েছিলেন এই সিলেটী কন্যা । আয়েশা এডিনবরা কলেজে গ্রাফিক্স ডিজাইনিং বিভাগে অধ্যয়নরত রয়েছেন। আয়েশা বলেন- এ অর্জনে তিনি খুবই আনন্দিত এবং উচ্ছ¡সিত ছিলেন । ভবিষ্যতে কর্মজীবনে তিনি গতানুগতিকতার বাইরে কিছু করতে চান। ডিজাইনার ও শিল্পী আয়েশার নানা শিল্পকর্ম ইতোমধ্যে ব্রিটেনের মুলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আয়েশার এ অর্জন অন্যরকম সাফল্য এনে নিয়েছে এডিনবরা কলেজকেও। মা বাবার প্রথম সন্তানের এমন সাফল্যে খুশি আয়েশার বাবা সিলেটের দক্ষিনসুরমা উপজেলার লাউয়াইয়ের আদি বাসিন্দা ফয়েজুল ইসলাম আর মা জোসনারা ইসলাম।