বালাগঞ্জে দুটি দোকানে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:৪৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের মোরার বাজারে দুটি দোকানে শনিবার রাতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের সাটারিংয়ের তালা ভেঙ্গে দুটি দোকানে মালামাল ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। বাজারের গিয়াস বস্ত্র বিতানের স্বত্তাধিকারী জামাল আহমদ জানান, গতকাল রোববার সকালে তিনি দোকান খুলতে এসে তালা ভাঙ্গা দেখতে পান। দোকান খুলে দেখেন তার দোকানে রক্ষিত মোবাইল রিচার্জ কার্ড, মোবাইল সেট, কাপড় ও ক্যাশে রক্ষিত নগদ ২০ হাজার টাকা সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে। চুরি হওয়া অপর দোকানের মালিক রেবিন ট্রেডার্সের স্বত্তাধিকারী মিসবাহ উদ্দিন জানান, রাত ১০টার দিকে তিনি দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন রোববার ভোরে দোকান খুলতে গিয়ে তালা ভাঙ্গা পান। এরপরে ঘরে ঢুকে প্রায় ১৫ হাজার টাকার হার্ডওয়্যার সামগ্রী ও ক্যাশে রক্ষিত নগদ প্রায় ২ হাজার টাকা চুরি হয়েছে দেখতে পান। এব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সপ্তাহদিন পূর্বে একই কায়দায় বাজারের শহীদ ষ্টোর ও কয়েছ মিয়ার দোকানে চুরী সংঘটিত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয় বলে জানা যায়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।