বালাগঞ্জে নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান এক মাসেও মিলেনি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৫:৩৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র ফয়জুল বারীর (১৬) সন্ধান এক মাসেও মিলেনি। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ছালিক মিয়ার পুত্র। ৯ অক্টোবর ফয়জুল বারী গ্রামের মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। সে ওসমানীনগর উপজেলার লামাপাড়া শাহ্গরীব এমদাদীয়া মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র। নিখোঁজের বিষয়ে ১১ অক্টোবর ফয়জুল বারীর পিতা ছালিক মিয়া বালাগঞ্জ থানায় একটি সাধারন করেছেন। যার নং-৩৬০। ফয়জুল বারীর সন্ধান পেলে এই মোবাইল নাম্বারে (০১৭৪৫-৬৭১৭৮১) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা ছালিক মিয়া।