বালাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহনন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ১১:৩১ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে এক যুবক আত্মহননের পথ বেচে নিয়েছে। বিষপানকারী যুবকের নাম প্রদীপ বিশ্বাষ (২৭)। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের সত্যপুর গ্রামের যতিন্দ্র বিশ্বাষের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে সাংসারিক বিষয় নিয়ে প্রদীপ বিশ্বাষও তার স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য হয়। এরই জের ধরে সকাল এগারটার দিকে প্রদীপ বালাগঞ্জ বাজারে গিয়ে বিষ কিনে নিয়ে বাড়ীতে আসে। বেলা ১২টার দিকে বিষপান করে সে চিৎকার দিয়ে বাড়ীর সবাই বলে ‘আমি বিষ খেয়েছি’। সজ্ঞাহীন অবস্থায় প্রদীপকে দ্রুত বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সিলেটে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পেশায় কার চালক প্রদীপ বিশ্বাষের দিপ্ত নামে তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল। এদিকে-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে রবিবার বেলা ১২টার দিকে গ্রামের বাড়ীতে প্রদীপের মৃত দেহের শেষকৃত্য অনুষ্টান সম্পন্ন করা হবে।