ব্রিটেনে গড়ে প্রতিদিন ৩টি মুসলমান বিদ্বেষী হামলা হয়
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ২:২৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনে মুসলমান বিদ্বেষী হামলার ঘটনা গত বছরের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে এবং দেশটিতে গড়ে প্রতিদিন তিনটি মুসলমান বিদ্বেষী হামলার হচ্ছে। গত বছরের মে মাস থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঘটনাবলীয় বিশ্লেষন করে ব্রিটেনের টিসসাইড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এ সব তথ্য ওঠে এসেছে।
মুসলিম বিদ্বেষী হামলায় সৌদি ছাত্রী নাহিদ আলমানেয়া মর্মান্তিক ভাবে নিহত হওয়ার কয়েক দিন পর এ সমীক্ষা প্রকাশ করা হলো। এতে আরো বলা হয়েছে, ব্রিটেনে বিদ্বেষী যে সব হামলা চালান হয় তার ৫৪ ভাগ শিকার হন মুসলমান নারীরা। ঐতিহ্যবাহী ইসলামিক শালীন পোশাক বা হেজাব ব্যবহার করায় মুসলমান নারীদের শনাক্ত করা সহজ। তাই তাদের ওপরই বেশি হামলা হয় বলে প্রচলতি ধারণা এ সমীক্ষায় তুলে ধরা হয়েছে। এ ছাড়া, এতে ব্রিটেনের পুলিশের প্রতি আস্থাহীনতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। হামলার শিকার প্রতি ছয় জনের মধ্যে অন্তত একজন পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না।
এ সমীক্ষায় বলা হয়েছে, ইংলিশ ডিফেন্স লিগের মত উগ্র ডানপন্থী দলগুলো এ সব হামলার অনেকগুলোতেই জড়িত তা বের করা গেছে।
মুসলমান বিদ্বেষী হামলার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য আহ্বান জানিয়েছে টিসসাইড বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এ জাতীয় হামলায় ক্ষতিগ্রস্থের সহায়তা দেয়া কথাও বলেছে এ বিশ্ববিদ্যালয়।