বালাগঞ্জে লীগের ফাইনালে রিফাতপুর ও আজিজপুর কাবাডি দল
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১১:১৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা প্রথম কাবাডি লীগের সেমি ফাইনাল খেলা ৩ ও ৪ নভেম্বর শেষ হয়েছে। ফাইনালে রিফাতপুর খাজুশাহ কাবাডি দল ও প্রগতি যুব সংঘ আজিজপুরের মুখোমুখি হবে। গতকাল ৩ নভেম্বর উপজেলার ইলাশপুর বাজার মাঠে প্রথম সেমি ফাইনালে রিফাতপুর খাজু শাহ্ কাবাডি দল ২৫ -২১ পয়েন্ট পীরের বাজার আতাসন কাবাডি গ্রুপকে হারিয়ে ফাইনালে। এদিকে আজ ৪ নভেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজার মাঠে ২য় সেমি ফাইনালে আজিজপুর প্রগতি যুব সংঘ কাবাডি দল ১৫-১৩ পয়েন্টে বাবরকপুর সুর্যোদয় কাবাডি দলকে হারিয়ে ফাইনালে চলে যায়। ‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কণ্যান সংস্থার’ উদ্যোগে কাবাডি লীগে দুই গ্রুপে আন্ত উপজেলার ৮টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে পুর্ণ পয়েন্ট অর্জনকারী ৪টি দল সেমি ফাইনালে উন্নীত হয়। সেমি ফাইনালে অংশ গ্রহনকারী ৪টি দলের পক্ষে কাবাডি জাতীয় দল, সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী কাবাডি দলের খেলোয়াড়রা অংশ গ্রহন করে। ফাইনাল খেলাটি এক মাসের মধ্য হবে বলে বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় সংস্থার সভাপতি এম মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক জুয়েল আহমদ নুর জানান ।