বালাগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত, আহত ৪
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১১:০৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে বজ্রপাতে ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হুসেনপুর গ্রাম সংলগ্ন কাপনা বিলের পাড়ে গতকাল শুক্রবার সকাল ৯ টায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় হুসেনপুর গ্রামের আমরুছ আলী (৪২)। আহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার জালারপুর ইউনিয়নের মুর্তি গ্রামের উছমান আলী (৪৫), নিহতের ছোট ভাই রমজান আলী (৪০) স্থানীয় কাপনা বিলের ২জন প্রহরী।
জানাগেছে, শুক্রবার ভোরে আমরুছ আলী ও তার ভাই রমজান আলী কাপনা বিলের পাশে বোরো ফসলি জমিতে কাজ করতে যান। সকালে ভারি বৃষ্টির কারণে বিল প্রহরীদের ডেরায় (উরায়) আশ্রয় নেন। এসময় ২০/২৫ গজ দুরে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে। বাদ আছর নিহত আমরুছ আলীর জানাজা শেষে গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বজ্রপাতে নিহতের ঘটনাটির বিষয়টি নিশ্চিত করেন।
ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার বজ্রপাতে নিহতের ঘটনাটির তিনি অবগত নয় বলে জানিয়েছেন।