নিজেদের ভুলেই স্বপ্ন ভঙ্গ ওসমানীনগরের
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১০:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে নিজেদের খেলোয়াড়দের উপর আস্থা রাখতে পারেনি ওসমানীনগর উপজেলা ফুটবল দল। টুর্ণামেন্টটিতে দুই জন বাইরের খেলোয়াড়ের সুযোগ থাকায় দলটি সেমিফাইনালে বিদেশীদের খেলায়। আর বিদেশীরাই কাল ঘটালো দলটির। বিপরীতে নিজেদের উপজেলার সব খেলোয়াড় নিয়ে খেলে ফাইনালে নিশ্চিত করেছে গোলাপগঞ্জ।
সেমিফাইনালে গোলাপগঞ্জের বিপক্ষে ওসমানীনগর বিদেশী খেলোয়াড়ের আত্মঘাতী গোলেই ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়েছে দলটির। ওসমানীনগরকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে উপজেলা কাপের ফাইনাল নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত প্রথম সেমিফাইনালে নিজেদের ভুলেই হারতে হয়েছে ওসমানীনগরকে। খেলার শুরু থেকে দু’দল নিজেদের আক্রমণ ভাগকে আগলে খেলে আসছিলো। প্রথমার্ধেই ওসমানীনগরের বিদেশী খেলোয়াড়ের ডায়মন্ড আত্মঘাতী গোল করে বসেন। ডায়মন্ডের আত্মঘাতী গোলে গোলাপগঞ্জ এগিয়ে যায় ১-০ গোলে। নিজেদের খেলোয়াড়ের ভুলে পিছিয়ে পড়ে ওসমানীনগর।
ওসমানীনগর পিছিয়ে পড়ার দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু গোলের দেখা পায়নি আর কেউ। গোলাপগঞ্জ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওসমানীনগর উপজেলা দল। নিজেদের উপজেলার খেলোয়াড় রাসেলের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে দলটি। এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল দিতে পারেনি ওসমানীনগর। বিপরীতে গোলাপগঞ্জের স্ট্রাইকাররাও ওসমানীনগরের জালে বল পাঠাতে পারেননি। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ইনজুরি টাইমে গোল করে এগিয়ে যায় গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল। ইনজুরি টাইমের ৩০ মিনিটের শেষ দিকে গোলাপগঞ্জের নাবিল জয় সূচক একমাত্র গোলটি করেন। শেষ মুহুর্তে গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওসমানীনগর। ফলে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে দলটি।