সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১০:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জের মাধবপুর, মনতলা, সুনামগঞ্জের ছাতক সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, মুর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবীতে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ওসমানীনগর বাজারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওসমানীনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, পূজা পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, সুবোধ দাস, ডিকে জয়ন্ত, ভাস্কর দত্ত, নির্মল দেব, অজিত পাল, সিলেট জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের প্রকাশনা সম্পাদক বিজিত দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারন সম্পাদক শিমুল দেব, নেপুর গুন, সত্য চক্রবতী, লিটন দেব, দেবাশিষ পাল, নিপ্পন সূত্রধর, সুমন আচার্য্য, রিংকু, সুমন প্রমুখ।