ওসমানীনগরে রাত পোহালেই ভোটের লড়াই
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৬, ১০:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ওসমানীনগরে ভোটের লড়াই। ফের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ওসমানীনগরের দুই ইউপি সদস্য প্রার্থী। নির্বাচন ঘিরে প্রার্থী ও সমর্থকরা চালিয়েছেন বিরামহীন প্রচারণা। পাড়ামহল্লা ব্যানার-পোস্টারে এখন সয়লাব। প্রার্থীরা লিফলেট হাতে রাত ১২টা পর্যন্ত ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। এর আগে দিনরাত ছিল গণসংযোগ, আলোচনাসভা আর উঠোনবৈঠক। এক ভোটের জন্য দু’বার নির্বাচনী মাঠে উপজেলার গোয়ালাবাজার ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী আবদুল গফ্ফার ছলিম ও ইমান আলী ইমন।
লোকে বলে এক ভোটের অনেক দাম, আসলে কি তাই? এর চরম সত্য উপলব্ধি করছেন ওসমানীনগরের এই দুই ইউপি সদস্য প্রার্থী। মাত্র এক ভোটের জন্যই ফের নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে তাদের। আর এই একটি ভোটের ব্যবধান তৈরি করতে নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত পরিশ্রম করছেন তারা। রাত পোহালেই (সোমবার) তাদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। চলতি বছরে অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার গোয়ালাবাজার ইউপির ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আবদুল গফ্ফার ছলিম ও ইমান আলী ইমন ৪০২টি করে ভোট পান। যার কারণে নির্বাচন কমিশন পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। আগামীকাল সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
প্রার্থী আবদুল গফ্ফার ছলিম ও ইমান আলী ইমন বলেন, মেম্বার হওয়ার জন্য দু’বার আমাদের নির্বাচনে অংশ নিতে হচ্ছে। এতে একদিকে কষ্ট হলেও অন্যদিকে আনন্দও উপভোগ করছি।
ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী বলেন, নির্বাচন নির্বিঘ্ন করতে সমভোট পাওয়া দুই সদস্য প্রার্থীর মধ্যে ফের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।