ওসমানীনগরে দুই প্রতিবন্ধী শিশু রুমেন ও মাজেদাকে হুইল চেয়ার প্রদান
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ৮:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের দুই প্রতিবন্ধী শিশু রুমেন মিয়া ও মাজেদা বেগমকে দুটি হুইল চেয়ার প্রদান করেছে ‘ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ নামের একটি সমাজ সেবী সংগঠন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার উমরপুর ইউনিয়নের হাটিহানি গ্রামের প্রতিবন্ধী শিশুদের বাড়িতে গিয়ে এ হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ারগুলো প্রতিবন্ধী শিশু দুটির পরিবারের হাতে তুলে দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল ও ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর ফাউন্ডার এবং চেয়ারম্যান দৈনিক যুগান্তরের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি জুবেল আহমদ সেকেল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. কয়েছ আহমদ ও কবির আহমদ।
হুইল চেয়ার প্রদানের সময় ওসমানীনগরের ইউএনও মাজেদার ঘর তৈরির জন্য সরকারি ঢেউটিন বরাদ্দের ঘোষণা দেন এবং শিগগিরই ঢেউটিনগুলো মাজেদার বাড়িতে পৌঁছে দিতে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, সামাজিক সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী রুমেন মিয়া ও মাজেদা বেগমকে নিয়ে গত ২৩ অক্টোবর দৈনিক যুগান্তরে “প্রতিবন্ধী রুমেন ও মাজেদার খোঁজ রাখেনা কেউ” শিরোনামে সংবাদ ছাপা হবার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী রুমেন ও মাজেদার পরিবারে ভিজিডি কার্ড ও প্রতিবন্ধী ভাতা প্রদানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সমাজ সেবা কর্তকর্তাকে নির্দেশ প্রদান করেন।