আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন সিলেটের ৫ নেতা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ৪:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সারাদেশের মতো সিলেটেও আওয়ামীলীগ পরিবারে মধ্যে দেখা দিয়েছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ কয়দিন সর্বত্র তুমুল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় । আধ্যাত্বিক নগরী সিলেট থেকে কেন্দ্রীয় কমিটিতে কারা স্থান করে নিচ্ছেন, কারা আছেন নেত্রীর গুডবুকে? এনিয়ে সংশ্লিষ্ট নেতাদের অনুসারীদের মধ্যে ছিলো নানান প্রশ্ন। আর কেন্দ্রে পদ পাওয়ার টেনশনও পিছু ছাড়ছিল না নেতাদের। অবশেষে আজ শনিবার দুপুরে চারটি পদ বাকি রেখে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন। আর তাতেই কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই করে নিলেন সিলেটের ৫ নেতা।
আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বিভিন্ন পদে আছেন সিলেটের আবুল মাল আব্দুল মুহিত (এমপি), সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি), নুরুল ইসলাম নাহিদ(এমপি), অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও বদরুদ্দিন আহমেদ কামরান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের মোট ৩৮ জনের মধ্যে আছেন সিলেটের আবুল মাল আব্দুল মুহিত (এমপি) ও সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি)। তাছাড়া সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদীয় বোর্ডেও রাখা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন নুরুল ইসলাম নাহিদ(এমপি)। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে জায়গা করলেন বদরুদ্দিন আহমেদ কামরান।