সিলেটে পরীক্ষা যুদ্ধে নামছে এক লাখ ৩৩ হাজার শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ২:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেবে এক লাখ ৩২ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে তিন হাজার ৯৭০ জন। সিলেট শিক্ষা বোর্ডে গত বছর পরীক্ষার্থী ছিল এক লাখ ২৮ হাজার ৯৯৯ জন। আগামী ১ নভেম্বর দেশে শুরু হবে জেএসসি পরীক্ষা। এবার এ পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সাথে সাথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রও বেড়েছে। গত বছর এ বোর্ডের অধীনে ৯৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪টিতে। এদিকে গত বছরের চেয়ে এবার পরীক্ষা কেন্দ্র বেড়েছে পাঁচটি। গত বছর ছিল ১১৯টি পরীক্ষা কেন্দ্র, এবার রয়েছে ১২৪টি কেন্দ্র। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ সামছুল ইসলাম জানান, এবার পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। ছেলে পরীক্ষার্থী ৫৭ হাজার ৯৩১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৭৫ হাজার ৩৮ জন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের চারটি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার সিলেট জেলা থেকে ৪৮ হাজার ৪৫৪ জন, সুনামগঞ্জ থেকে ২৮ হাজার ৫৮০ জন, মৌলভীবাজার থেকে ২৯ হাজার ৫৩০ জন এবং হবিগঞ্জ জেলা থেকে ২৬ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা নিয়ন্ত্রণ সামছুল ইসলাম আরো জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, ‘নির্ধারিত সময়েই জেএসসি পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এবার ৩২ সেট প্রশ্ন তৈরী করা হয়েছে। সুতরাং, প্রশ্নফাঁসের শঙ্কা নেই।’