ওসমানীনগরে পিতার হাতে খুন হওয়া দুই শিশুর ময়না তদন্ত চলছে
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ১:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের চিন্তামইন গ্রামের বাবার হাতে খুন হওয়া দুই শিশু মামুন মিয়া (৮) ও রুজেল মিয়ার (১১) ময়না তদন্ত চলছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
এরআগে সোমবার দুপুরে ওই দুই শিশুকে নিয়ে তাদের বাবা ছাতির আলী পাশ্ববর্তী একটি বিলে মাছ ধরতে যান। সন্ধ্যার পরও তারা ফিরে না আসায় স্থানীয়রা তাদের খুঁজতে বের হন। রাত সাড়ে ৮ টার দিকে রুজেল ও মামুনের মরদেহ পাওয়া যায়।
নিহত শিশুদের মায়ের বরাত দিয়ে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বলেন, মানসিক বিকারগ্রস্ত বাবা কুপিয়ে তার দুই শিশু সন্তানকে হত্যা করেছেন।
ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক রয়েছেন বলেও জানান ওসি আব্দুল আউয়াল চৌধুরী। ময়না তদন্ত শেষে শিশু দু’টির মরদেহ তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।